আগরতলা, ১৫ জানুয়ারি : ত্রিপুরায় কাজ করতে এসে অসমের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার ৩ মাস পরও তার কোন হদিস মিলছেনা। স্বাভাবিক কারণেই সে বেঁচে রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দানা বাধতে শুরু করেছে।
রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় রাজ মিস্ত্রির কাজে এসে নিখোঁজ হয়েছে বহিঃ রাজ্যের ওই যুবক। প্রায় তিন মাস কেটে গেলেও নিখোঁজ যুবকের কোন খোঁজ খবর পায়নি তার পরিবার। উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম হালিম উদ্দিন(২৯)। পিতা আব্দুল লতিফ। বাড়ি পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন বাইপাস রোডের হরিনগরে।
নিখোঁজের পরিবারের তরফে জানানো হয়েছে, গত একুশ অক্টোবর হালিম উদ্দিন নিজ বাড়ি থেকে ট্রেন যোগে রাজমিস্ত্রির কাজের জন্য আগরতলার বর্ডার গোল চক্কর এলাকায় এসেছিল। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ যুবকের কোন খোঁজ না পেয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকজন। অবিলম্বে নিখোঁজ যুবকের খুঁজে বের করার জন্য পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

