নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের জন্য নিবেদিত স্বামাজিকে স্মরণ করে তাঁর সমস্ত স্বপ্ন পূরণের অঙ্গীকারও করেছেন প্রধানমন্ত্রী। এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য সমগ্র দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে টুইট করে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে মোদী লিখেছেন, “জয়ন্তী মহান স্বামী বিবেকানন্দকে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। জাতীয় পুনরুজ্জীবনে নিবেদিত ছিল স্বামীজীর জীবন। দেশ নির্মাণের কাজে মনোনিবেশ করার জন্য বহু তরুণকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছিলেন তিনি। দেশের স্বার্থে তিনি যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন, আসুন আমরা সবাই সেই স্বপ্ন পূরণ করি।”

