কোভিডে আক্রান্ত ক্যাপ্টেন অমরিন্দর সিং, রয়েছে মৃদু উপসর্গ

চন্ডীগড়, ১২ জানুয়ারি (হি.স.): রাজনীতিবিদ থেকে তারকা কাউকেই ছাড় দিচ্ছে না করোনা, এবার কোভিডে আক্রান্ত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বুধবার টুইট করে অমরিন্দর নিজেই করোনা-আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তাঁর শরীরে রয়েছে মৃদু উপসর্গ। নিজেকে নিভৃতবাসে রেখেছেন তিনি এবং সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদেরও করোনা-পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শুধুমাত্র ক্যাপ্টেন অমরিন্দর সিং নন, কিছু দিন আগেই তাঁর স্ত্রী এবং পাটিয়ালার কংগ্রেস সাংসদ প্রীণীত কৌরও কোভিডে সংক্রমিত হয়েছেন। এবার কোভিডে আক্রান্ত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সকলেই আপাতত নিভৃতবাসে রয়েছেন।