এসএসজি সুরক্ষা শেষ হচ্ছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রশাসন

শ্রীনগর ও নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): স্পেশাল সিকিউরিটি গ্রুপ (এসএসজি) সুরক্ষা শেষ হতে চলছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর। এই ৪ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন ফারুক আব্দুল্লাহ, গোলাম নবী আজাদ, ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি। ২০০০ সালে তৈরি হওয়া এই ইউনিটকে গুটিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

কাশ্মীরের সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা উত্তরোত্তর বাড়ছে, এই সময় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীর এসএসজি নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও প্রশাসন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। গোলাম নবী আজাদ ছাড়া বাকি ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীনগরেই থাকেন।