অমরপুর, ৪ জানুয়ারি : অমরপুরের নেতাজী কলোনি এলাকায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার বাবা-মাকে বেধড়ক মারধর করেছে দুস্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বেশ কয়েকজন যুবক নেতাজী কলোনি এলাকায় এক নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখনই ওই নাবালিকার বাবা বাধা দেন। এগিয়ে আসেন তার মা এবং বোন। তখনই তাদের ওপর হামলা চালায় অভিযুক্তরা। হামলায় তিনজন গুরুতর ভাবে আহত হন। আহতদের অমরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার এর সংবাদ নেই। ঘটনার পেছনে কী রহস্য আত্মগোপন করে রয়েছে তা নিয়ে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

