কলকাতা,২ ডিসেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । করোনায় পাশাপাশি আতঙ্ক দিচ্ছে ওমিক্রন। এরই মাঝে বর্ষবরণ উপলক্ষে উৎসবের মেজাজে ছিল শহরবাসী। বেশ ভিড় লক্ষ্য করা যায় পার্ক স্ট্রিট সহ একাধিক এলাকায়। আর এরপরেই রবিবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ”ভিড় এড়াতে রাজ্য সরকারের তরফে বিধিনিষেধ নিয়ে প্রথম থেকে কড়াকড়ি করা উচিত ছিল” মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন,” স্বাভাবিকভাবেই মানুষ বেরোতে পারেনি দেড় বছর দু বছর ধরে। যে জায়গাগুলো ঘোরার জন্য ছিল সে জায়গা গুলোতে ভিড় হয়েছে। সুযোগ পেলে মানুষ বেরিয়ে আসবে। কিন্তু সেটা তো চিন্তার বিষয় । উৎসবে মানুষ রাস্তায় বেরোবে এটাই স্বাভাবিক। ভিড় এড়াতে রাজ্য সরকারের তরফে বিধিনিষেধ নিয়ে প্রথম থেকে কড়াকড়ি করা উচিত ছিল ”।

