তিরুবনন্তপুরম, ৩১ ডিসেম্বর (হি.স.): ভারতের বিভিন্ন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, এখনও একমাসও হয়নি, এরইমধ্যে ভারতের ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। কেরলে শুক্রবার আরও ৪৪ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে। নতুন করে ৪৪ জন সংক্রমিত হওয়ার পর ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৭।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, “কেরলে আরও ৪৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখা হচ্ছে।” রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৭। ওমিক্রনের এই বাড়বাড়ন্তে উদ্বেগে কেরলের স্বাস্থ্য দফতর। ওমিক্রনে আক্রান্তদের মধ্যে অনেকেই বিদেশ থেকে আসেননি, তাই গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দিচ্ছে।