নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ মদ ভেবে বিষাক্ত তরল পানীয় খেয়ে মৃত তিন৷ গুরুতর অসুস্থ আরো ৫ জন৷ ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অন্তর্গত হাজরাধন পাড়ায়৷ মৃতরা হল বুবিরাম রিয়াং(৩৫), পিতা বদনারাই রিয়াং, বাড়ি ডেমছড়া, শচিন্দ্র রিয়াং(৩০), পিতা মৃত বীর চন্দ্র রিয়াং, বাড়ি নন্দীরাম পাড়া, অভিরাম রিয়াং(৪১), পিতা অমুল্য রিয়াং, বাড়ি হাজরাধন পাড়া৷
ঘটনার বিবরনে জানা যায়, গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার আসাম থেকে এক ব্যাক্তি হাজরাধন পাড়ায় বেড়াতে আসে৷ সাথে নিয়ে আসে তরল নেশাজাতীয় পাণীয়৷ গভীর রাত পর্যন্ত মাংস সহ চলে জোরদার পার্টি৷ পরের দিন মদ মনে করে বিষাক্ত পানীয় পান করে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে৷ তড়িঘড়ি তাদের বিরাশি মাইল হাসপাতালে নিয়ে গেলে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷
তাদেরকে জেলা হাসপাতালে না নিয়ে আসামের মাকুন্দা হাসপাতালে রওনা দেয়৷ পানিসাগর পৌছলে একজন এবং চুড়াইবাড়ি পৌছলে বাকি দুজনও মারা যায়৷ মৃতদেহ ফিরিয়ে আনলে মনু থানার পুলিশ খবর পায়৷ মৃতদেহ পোষ্টমর্টেমের জন্য মনু হাসপাতালে নিয়ে আসা হয়৷
আজ আরও পাঁচ জনের অবস্থা গুরুতর হলে প্রথমে বিরাশি মাইল হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরে আশঙ্কজনক অবস্থায় কুলাই হাসপাতালে রেফার করা হয়৷ অসুস্থদের মধ্যে একটি ছোট বাচ্চাও রয়েছে৷ সেও নাকি এক ছিপি খেয়ে নিয়েছিল৷ কি কারনে পরিবারের লোক বিষয়টি গোপন রাখতে মরিয়া ছিল জানা যায়নি৷ তবে সব জেনে মনু থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷ বর্তমানে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

