Amit Shah: মা ও বোনেদের সম্মান-সুরক্ষা উত্তর প্রদেশের জনগণের কাছে বিজেপির প্রতিশ্রুতি : অমিত শাহ

মোরাদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): মা ও বোনেদের সম্মান ও সুরক্ষা উত্তর প্রদেশের জনগণের কাছে বিজেপির প্রতিশ্রুতি। মোরাদাবাদ থেকে উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মোরাদাবাদের জনসভায় অমিত শাহ বলেছেন, “বিগত ৪ দিন ধরে আমি উত্তর প্রদেশে ঘুরছি, এটি আমার নবম সভা। যেখানেই যাচ্ছি, সেখানেই এমন জনসমুদ্র দেখতে পাচ্ছি। এই জনসমুদ্র বুঝিয়ে দিচ্ছে, উত্তর প্রদেশে ফের বিজেপিই জিততে চলেছে।” সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, “উত্তর প্রদেশে সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির সরকার ১৫ বছর ধরে রাজত্ব করেছে, তাঁরা পশ্চিম উত্তর প্রদেশের পরিস্থিতি খারাপ করে দিয়েছে। পালিয়ে যেতে হয় মানুষকে, কিন্তু এখন মানুষকে আর পলায়ন করতে হবে না, মানুষকে আর ভয় পেতে হবে না।”

সরাসরি অখিলেশকে প্রশ্ন করে অমিত শাহ বলেছেন, “আমি অখিলেশের কাছে জানতে চাই, উত্তর প্রদেশের জনগণ আপনার শাসনকালে কত দাঙ্গা হয়েছিল তার হিসাব চাইছেন, কিন্তু তাঁরা তো উত্তরই দিচ্ছে না। আমিই উত্তর দিচ্ছি, অখিলেশবাবুর শাসনকালে ৭০০ দাঙ্গা হয়েছে। পশ্চিম উত্তর প্রদেশকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর প্রদেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, “মা ও বোনেদের সম্মান ও সুরক্ষা উত্তর প্রদেশের মানুষের কাছে বিজেপির প্রতিশ্রুতি। পশ্চিম উত্তর প্রদেশে মা-বোনদের শ্লীলতাহানি করার সাহস দেখাতে পারবে না কেউ।” সমাজবাদী পার্টিকে তিরস্কার করে অমিত শাহ বলেছেন, “উত্তর প্রদেশে নতুন ধরনের প্রয়োগশালা (LAB) তৈরি করেছিল সমাজবাদী পার্টি। সপা-র LAB-এর অর্থ হল-L-লুট, A-আতঙ্কবাদ ও বি-ভ্রষ্টাচার (দুর্নীতি)।