ঢাকা, ২৯ ডিসেম্বর (হি. স.) : বাংলাদেশেও দাপট শুরু ওমিক্রনের। সম্প্রতি বাংলাদেশের বনানীতে আরও ৩ জনের শরীরে মিলেছে করোনার এই নতুন স্ট্রেন। এই নিয়ে বাংলাদেশে মোট ৭ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলল।
সূত্রের খবর, নতুন আক্রান্ত এই ৩ জনের মধ্যে দুজন মহিলা। তবে সম্প্রতি তাঁদের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, সম্প্রতি যে ৩ জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে তাঁরা প্রত্যকেই বনানীর বাসিন্দা। নতুন করে ওমিক্রন আক্রান্ত ওই দুই মহিলার একজনের বয়স ৩০ এবং অপরজনের বয়স ৪৭। আক্রান্ত অপর একজন ব্যক্তি অশীতিপর। তাঁর বয়স ৮৪ বছর বলে জানা যাচ্ছে।