লোকাল ট্রেনে বন্ধ নয়, তবে রাশ টানার দাওয়াই মুখ্যমন্ত্রীর, সাগরমেলার পর চূড়ান্ত সিদ্ধান্ত

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : ট্রেন কিছুটা কমিয়ে দেওয়ার দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথাতেই পরিস্কার, গঙ্গাসাগর মেলা মিটলেই ফের করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার পরই ঠিক হবে লোকাল ট্রেনের ভবিষ্যৎ।

বুধবার মুখ্যমন্ত্রী করোনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে উদ্দেশ করে বলেন, “লোকাল ট্রেনের উপরও এর প্রভাব পড়বে। এখনই সব বন্ধ করতে যেও না। কিন্তু কিছুটা কমিয়ে দাও। জনগণের যাতে অসুবিধা না হয়।“ পাশাপাশি কলকাতার পরিস্থিতি সম্পর্কে তাঁর বক্তব্য, “যাঁরা কলকাতায় যাবেন, তাঁদের রুজি-রোজগার দীর্ঘদিন ধরে বন্ধ। একটু দেখে নাও, কাদের হচ্ছে বেশি। তারপরেই যোগ করেন, ‘ট্রেনটা এক্ষুণি কমাবে না, গঙ্গাসাগর মেলা আছে।“ এই মুহুর্তে গঙ্গাসগরে রয়েছেন মুখ্যমন্ত্রী । বুধবার সেখানেই সারলেন প্রশাসনিক বৈঠক। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি এবং ওমিক্রন সংক্রমণ প্রসঙ্গও উঠল। কারণ করোনা পরিস্থিতি যে ভাবে ফের অবনতির দিকে যাচ্ছে, তাতে আশঙ্কার মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশও দিলেন তিনি। এদিন বলেছেন, ওমিক্রন নিয়ে এখনই ভয় পাওয়ার কারণ নেই। তবে সাবধানতা জরুরি। রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে দ্রুত পর্যালোচনা বৈঠক করতে হবে। এছাড়াও কলকাতা বিমানবন্দর নিয়েও তিনি মুখ্যসচিবকে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *