নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ চাকুরীতে নিয়োগের দাবিতে গোর্খাবস্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন ফিজিওথেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা৷ সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, পাঁচ শতাধিক বেকার দীর্ঘদিন ধরেই চাকুরীর প্রত্যাশায় ঘুরছেন৷ কিন্তু তাদেরকে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷
সংগঠনের নেতৃবৃন্দ জানান ২০১৭ সালে সর্বশেষ ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল৷ তারপর থেকে বিগত পাঁচ বছর ধরে নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে৷সে কারণেই বেকারদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে৷ অবিলম্বে শূন্যপদে ফিজিওথেরাপিস্টদের নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার জন্য তাদের পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ফিজিওথেরাপিস্টরা৷ তারা জানান রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট এর অভাব রয়েছে৷ ফিজিওথেরাপিস্টরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন৷ এজন্য রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে৷ অবিলম্বে ফিজিওথেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন৷

