Blockade : হকার উচ্ছেদকে ঘিরে ধর্মনগরের তুলকালাম কান্ড, তিন জায়গায় চার ঘন্টার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ ডিসেম্বর৷৷ হকার উচ্ছেদকে কেন্দ্র করে ধর্মনগরের তুলকালাম কান্ড৷ চার ঘন্টা সেন্ট্রাল রোড,জেলাশাসক অফিস প্রাঙ্গণ এবং পুরনো মোটর স্ট্যান্ড এলাকা অবরোধ৷ অবশেষে উপাধ্যক্ষের আশ্বাসে অবরোধমুক্ত৷ নতুন পুর পরিষদ গঠিত হওয়ার পর কয়েকদিন যাবত মাইক যোগে যত্রতত্র বাজার বসে যাওয়া বন্ধ করতে নির্দেশ জারি করা হয়েছে৷একটা নির্দিষ্ট জায়গায় সমস্ত হকারদের বসার জন্য অনুরোধ জানানো হয়৷


কথা ছিল রোববারের পর থেকে সোমবার থেকেই এই আইন বলবৎ হবে৷সে অনুযায়ী সোমবার সকাল বেলা শিববাড়ি রোডের প্রাঙ্গণ ,বাবুর বাজার ,ইলেকট্রিক অফিস প্রাঙ্গন এবং নতুন মোটর স্ট্যান্ড এর জুড়ি ব্রিজের উপর যেসব হকাররা বাজারের পশরা বসিয়ে দোকানদারী করতো তাদেরকে বন্ধ করে দেওয়া হয়৷প্রায় ২০০ হকার সকাল আটটা থেকে পুর পরিষদ অফিস প্রাঙ্গণে গিয়ে ভীড় জমায়৷ সেখানে চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপার্সন কেউ উপস্থিত ছিলেন না৷ অপেক্ষা করতে করতে দুপুরের দিকে ভাইস চেয়ারপার্সন আসেন৷


চেয়ারপার্সনের অনুপুস্থিতিতে ভাইস চেয়ারপার্সন এর সাথে হকাররা দেখা করে৷কিন্তু ভাইস চেয়ারপার্সন তাদের জন্য কোন সদুত্তর দিতে পারেননি৷ তারপরেই প্রায় ২০০ হকার জেলাশাসক অফিস প্রাঙ্গন ,সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় অবরোধ গড়ে তুলে৷বিশাল পুলিশবাহিনী এলাকায় আসলেও কোন ফল হয়নি৷ এমনকি জেলাশাসক পর্যন্ত গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উনার অফিস কক্ষে যান৷
হকারদের পক্ষ থেকে জানানো হয় তারা দুইবার মহকুমা ম্যাজিস্ট্রেট এর সাথে দেখা করলেও ম্যাজিস্ট্রেট তাদেরকে কোনো সুরাহা দিতে পারেন নি৷ বিকেল পাঁচটা পর্যন্ত ৪ ঘন্টা এই ভাবেই অবরোধ চলতে থাকে৷ধর্মনগরে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ অবশেষে উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় আগামী বুধবার হকারদের একটি প্রতিনিধি দলের সাথে বিশ্ব বন্ধু সেন বসবেন এবং একটা সুরাহা বের করা হবে৷এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেয়৷