কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): আত্মনির্ভর ভারত হল সম্পূর্ণ স্বাধীনতার মৌলিক স্বরূপ, যেখানে আমরা কারও উপর নির্ভরশীল হব না। মঙ্গলবার আইআইটি কানপুরের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান যুগে প্রযুক্তি কতটা প্রয়োজন তাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “এই যুগ, এই একবিংশ শতাব্দী সম্পূর্ণভাবে প্রযুক্তি চালিত। এই দশকেও প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে আধিপত্য বাড়াতে চলেছে। প্রযুক্তি ছাড়া জীবন এখন এককথায় অসম্পূর্ণ। এটি জীবন এবং প্রযুক্তির প্রতিযোগিতার যুগ এবং আমি নিশ্চিত আপনারা অবশ্যই এক্ষেত্রে এগিয়ে আসবেন।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “সম্মাননা পাওয়া সমস্ত শিক্ষার্থীদের অনেক অনেক অভিনন্দন। আপনারা আজ যেখানে পৌঁছলেন, যে যোগ্যতা অর্জন করেছেন তা আপনাদের বাবা-মা, পরিবারের সদস্য এবং আপনাদের শিক্ষকদের জন্য অর্জন করেছেন। আপনারা যখন এই প্রতিষ্ঠানে এসেছিলেন তখন থেকেই আপনাদের অবশ্যই নিজেদের মধ্যে একটি বিশাল রূপান্তর অনুভূত হয়েছিল। প্রথমে নিশ্চয়ই অজানা ভয় ছিল। আইআইটি কানপুর আপনাকে এর থেকে বের করে এনেছে এবং আপনাকে একটি বিশাল ক্যানভাস দিয়েছে।”
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান, “অমৃত মহোৎসবের এই মুহুর্তে আপনারা যখন আইআইটি-র উত্তরাধিকার নিয়ে চলে যাচ্ছেন, তখন সেই স্বপ্নগুলিও নিয়ে যাবেন ২০৪৭ সালে ভারত কেমন হবে। আগামী ২৫ বছরে ভারতের উন্নয়ন যাত্রার লাগাম আপনাদের হাতে নিতে হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “স্বাধীনতার এই ৭৫ তম বছরে আমাদের ৭৫টিরও বেশি ইউনিকর্ন রয়েছে, ৫০ হাজারেরও বেশি স্টার্টআপ রয়েছে। এর মধ্যে গত ৬ মাসে ১০ হাজার স্টার্টআপ এসেছে।…কে না চাইবে যে ভারতীয় কোম্পানিগুলি বিশ্বব্যাপী হয়ে উঠুক, ভারতের পণ্যগুলি বিশ্বব্যাপী হয়ে উঠুক। যিনি আইআইটি-কে জানেন, এখানকার প্রতিভা জানেন, এখানকার অধ্যাপকদের কঠোর পরিশ্রম জানেন, তিনি বিশ্বাস করেন যে আইআইটি-এর যুবকরা অবশ্যই এটি করবে।”

