সিডনি, ২৭ ডিসেম্বর (হি. স.) : অস্ট্রেলিয়ায় ওমিক্রনের ছোবলে প্রাণ গেল এক বৃদ্ধের। অস্ট্রেলিয়ায় ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির বয়স ৮০ বছর।চিকিৎসকেরা জানিয়েছেন, বৃদ্ধ বয়সে ওমিক্রনের ধাক্কা সামলাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ।ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে অস্ট্রেলিয়ায় ।
অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তিনি সিডনির বাসিন্দা বলেই জানা গিয়েছে। ৮০ বছরের বৃদ্ধ করোনার দুটি টিকা নিয়েছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর। ওই বৃদ্ধের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বৃদ্ধ বয়সে ওমিক্রনের ধাক্কা সামলাতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে অষ্ট্রেলিয়া। এর মাঝেই ওমিক্রনে প্রথম মৃত্যু সেদেশের চিকিৎসা মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও করোনার এই নয়া প্রজাতি প্রাণঘাতি কম, শুধুই দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও সরকার কঠোর বিধিনিষেধ লাগু করতে চাইছে না এখনই। কারণ সেদেশে ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির গ্রাফ নিম্নমুখী।