আম্বালা, ২৭ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার আম্বালায় দাঁড়িয়ে থাকা বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে চন্ডীগড়-দিল্লি সড়কে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ১০ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল দু’টি বাস। দিল্লিগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পিছনে ধাক্কা মারে।
সংঘর্ষের জেরে বাসটির পিছনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়, মৃত্যু হয় ৪ জন পুরুষ ও এক মহিলার। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে আম্বালা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি কাটরা থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল। দুর্ঘটনার সময় সমস্ত যাত্রীরা ঘুমিয়েছিলেন। এএসআই নরেশ জানিয়েছেন, হরিয়ানার আম্বালা-দিল্লি হাইওয়ের ওপর হিলিং টাচ হাসপাতালের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের এবং ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসটি দিল্লিতে যাচ্ছিল, সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। মামলা রুজু করা হয়েছে।