BRAKING NEWS

Workshop : নেশাসামগ্রী থেকে শিশুদের দূরে রাখার জন্য কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।। এন সি পি সি আর ও সমাজ শক্তি সোসাইটির যৌথ উদ্দ্যোগে নেশাসামগ্রী থেকে শিশুদের দূরে রাখারজন্য একদিনের কর্মশালার আয়োজন করা হয়। শান্তির বাজার কমিউনিটি হলে ন্যাশেনাল কমিশন ফর প্রোটাকশান অফ চাইল্ড রাইটস্ ও সমাজ শক্তি সোসাইটির যৌথ উদ্দ্যোগে শিশুদের উজ্বল ভবিষ্যতৎ গঠনে শিশুদের নেশা সামগ্রী থেকে দূরে রাখার জন্য কি কি করনীয় প্রয়জন তা নিয়ে একদিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারপারসন শ্রীমতি নিলিমা ঘোষ। উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিন জেলার ডি আই সি উত্তম আচার্য্য, টি সি পি সি আর এর এক্সপার্ট রিসোর্স পারসন ডঃ পুনম মুখার্জি, সমাজশক্তি সোসাইটির প্রেসিডেন্ট কিশোর কুমার ভৌমিক , শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটিস্পীকার গৌরিশঙ্কর রিয়াং সহ অন্যান্য অতিথীবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা শিশুদের কিভাবে নেশাসামগ্রী থেকে দূরেরাখাযায় এবং শিশুদের উজ্বল ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও সমাজকে কিভূমিকা পালনকরা প্রয়োজন তানিয়ে আলোচনাকরাহয়। সমাজ শক্তি সোসাইটি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী পালনকরেযাচ্ছে। এরইমধ্যে এইধরেনর বিশেষ উদ্দ্যোগ গ্রহনকরাতে সমাজ শক্তি সোসাইটিকে সকলে ধন্যবাদ জানিয়েছেন। এই কর্মশালায় উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্যকরাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *