কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : আদালতে মিথ্যা কথা বলছে মমতা সরকার। শনিবার এই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “এটা লজ্জাজনক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আবার নিচু স্তরে নেমে এসেছে এবং আদালতে মিথ্যা কথা বলছে। আদালতকে ভুল তথ্য দিচ্ছে।“
প্রসঙ্গত, শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ বিলে সই করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যার ফলে আগামী বছর রাজ্যের অন্যান্য পুরসভায় যে ভোট রয়েছে সেখানে এই দুই পুরসভায় ভোটে আর কোনও বাধা রইল না। আগামী ২২ জানুয়ারি রাজ্যের ছ’টি পুরনিগমে ভোট রয়েছে, যেখানে হাওড়ার নামও রয়েছে। কিন্তু শুক্রবার সন্দ্যায় এবং শনিবার রাজ্যপাল প্রকাশ্যে দাবি করেছেন, তিনি সংশ্লিষ্ট বিলে সই করেননি। তার প্রেক্ষিতেই সুকান্তবাবু এই টুইট করেন।