নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ ডিসেম্বর৷৷ এক অনুষ্ঠানেরমধ্যদিয়ে জোলাইবাড়ী বাজার সংলগ্ণ এলাকায় পিলাক ফার্মার প্রোডাক্ট কোম্পানি লিমিটেডের নবনির্মিত ভবনের শুভ সূচনাকরাহয়৷ জোলাইবাড়ী কৃষকদের উন্নয়নস্বার্থে জোলাইবাড়ী বাজার সংলগ্ণ এলাকায় পিলাক ফার্মার প্রোডাক্ট কোম্পানি লিমিটেডের নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধনকরাহয়৷ প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে আজকের এই নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন করেন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস৷
উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার কৃষি বিঞ্জানকেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ দেবনাথ, জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যন বিকাশবৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, কেশব চেঁধুরী সহ অন্যান্য অতিথীবৃন্দরা৷ অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা ফার্মাস প্রোডাক্ট কোম্পানি লিমিটেডের বিভিন্ন কর্মসূচীসম্পর্কে কিছু বক্তব্য সকলের সামনে তুলেধরেন৷

