নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): বিগত ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, ফের অত্যাধুনিক ‘প্রলয়’ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সমস্ত লক্ষ্য পূরণ করেছে। ১৫০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি।
এর আগে বুধবার ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। সরকারি সূত্রের খবর, ভারতে এই প্রথম পরপর দু’দিন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা হয়। মাঝ আকাশে দিশা বদলে শত্রু শিবিরে আঘাত হানতেও সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।