আগরতলা, ২১ ডিসেম্বর : রাজধানী আগরতলা শহরের বটতলা এলাকায় যানজট দূর করতে নাগেরজলা মোটর স্ট্যান্ডের ভেতর থেকে সমস্ত যানবাহন চলাচলের উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার নাগেরজলা মোটর স্ট্যান্ড আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে যানবাহনের চালক এবং যাত্রীদের সহযোগিতা আহ্বান করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নাগেরজলা মোটর স্ট্যান্ড তৈরি করেছেন। এই মোটর স্ট্যান্ডকে সদ্ব্যবহার করা প্রয়োজন। নির্ধারিত মোটর স্ট্যান্ড থাকা সত্ত্বেও একাংশের যানবাহন বটতলায় অস্থায়ীভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে যানজট তৈরি করছেন। যাত্রীদের মধ্যে অনেকেই বটতলা অস্থায়ীভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনে ওঠা-নামার করছেন। তাতে প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম হচ্ছে। ট্রাফিক জ্যামের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে।
নেতৃবৃন্দের বক্তব্য, একদিকে নাগের জলা মোটর স্ট্যান্ড এর ভেতর থেকে সব ধরনের যানবাহন চলাচল না করার কারণে নাগেরজলা এলাকায় যেসব দোকানপাট রয়েছে সেইসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সার্বিক বিষয় বিবেচনা করে প্রত্যেক যানবাহন নাগরদোলা ভেতর থেকে চলাচল করার জন্য ত্রিপুরা বাস জিপ চালক সংঘের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংঘের নেতৃবৃন্দ প্রত্যেক যাত্রীসাধারণকে অনুরোধ করেছেন তারা যেন বটতলায় কিংবা নাগের জলা এলাকায় রাস্তার পাশে অপেক্ষা না করে যে কোন যানবাহনের জন্য নাগেরজলা স্ট্যান্ডের ভিতরে চলে আসার জন্য।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, যাত্রী সাধারণের সুবিধার্থে নাগের জলা বাসস্ট্যান্ডে একটি হেল্প ডেক্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই হেল্প ডেক্স থেকে যাত্রীসাধারণকে যেকোনো স্থানে যাতায়াতের জন্য যানবাহনের অবস্থান এবং কোন কোন যানবাহন কোন কোন রুটে চলাচল করবে তা বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে। যানবাহনের চালকদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তারা যেন কোনো অবস্থাতেই বটতলা কিংবা নাগের জলা মূল সড়কের পাশে যানবাহন দাড়া করিয়ে অস্থায়ী মোটর স্ট্যান্ড তৈরি করার চেষ্টা করেন। যাতে সাধারণ এবং যানবাহন চালকদের সার্বিক সহযোগিতায় নাগের জলা মোটর স্ট্যান্ড প্রকৃত অর্থেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তারা মনে করেন।

