নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): ভারতে রোজই চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন, দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার ছিল ২৪, মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে আরও ১০ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে ১০ জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৪। স্বস্তির বিষয় হল, ওমিক্রনে আক্রান্ত ৩৪ জনের মধ্যে ১৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন।
মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্ত বেড়ে হয়েছে ৩৪। ৩৪ জনের মধ্যে ১৭ জন রোগীকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা-আক্রান্ত সমস্ত নমুনা ওমিক্রন কি-না জানতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

