চূড়াইবাড়ি, ২১ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার জেরজেরিতে আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়কে যান চলাচলকে কেন্দ্র করে প্রশাসনিক নিষেধাজ্ঞার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই পথ অবরোধ শামিল হন পণ্যবাহী যানবাহনের চালকরা। জানা গেছে, এই বিকল্প জাতীয় সড়কে ছোটখাটো যাত্রীবাহী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অথচ এই জাতীয় সড়কে পণ্যবাহী কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে পণ্যবাহী গাড়ি চালকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করেন যানবাহনের চালকরা।
যান চালকদের অভিযোগ পণ্যবাহী যানবাহন চলাচল করতে না দেওয়ায় তারা বেরোজগারি হয়ে পড়েছেন। অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি ক্রয় করেছেন। ওই জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে না দেওয়ায় তারা বেরোজগারি হয়ে পড়ায় ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না, নিজেদের পরিবার প্রতিপালন করতে পারছেন না। এই জটিল সমস্যা সমাধানের জন্য তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। তাতে কর্ণপাত করছে না প্রশাসন। ফলে বাধ্য হয়ে তারা জাতীয় সড়কে টায়ার পুড়িয়ে দিনভর প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে।
জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ ছুটে আসলো তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মিলেনি। ফলে পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে না নিলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য এর আগেও একই দাবিতে পণ্যবাহী যানবাহনের চালকরা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছেন। কিন্তু তাতে টনক নড়েনি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের। এ যাত্রায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে বলে আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন। অবশেষে প্রশাসনের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহৃত হয়েছে।

