নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ১৫ দফা দাবিতে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র মহকুমা শাসক অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে তৃণমূল কংগ্রেস। আগরতলায় বনমালীপুর স্থিত তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসক অফিসের সামনে গিয়ে সমবেত হয়।সেখান থেকে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন।মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সুবল ভৌমিক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।ডেপুটেশন প্রদান ও পরোক্ষ আয়োজিত মিছিলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সৌমিক বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পরেছে। বিরোধী দলের বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের ওপর প্রতিনিয়ত হামলা সংগঠিত করা হচ্ছে।
মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা হচ্ছে। অবিলম্বে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর হামলা বন্ধ করা এবং রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জোরালো দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আরও অভিযোগ করেছেন বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল মিসকলে বেকারদের চাকুরির ব্যবস্থা করা হবে।মিসকলে চাকরি তো দূরের কথা বিগত চার বছরে কোন বেকার যুবক কে নিয়োগ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন। রেখা প্রকল্পে মজুরী বৃদ্ধিসহ রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতি ন্যায় বিচার করার জন্য তিনি এ দাবি জানান।সুবল বাবু অভিযোগ করেন রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির নেতৃত্বাধীন সরকার।নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হলেও রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির নেতৃত্বাধীন সরকার কর্মচারীদের প্রতি বঞ্চনা অবহেলা ও প্রতারণা করেছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। শুধু তাই নয় রাজ্যের কর্মচারীদের সম্মানহানি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।শুধু রাজধানী আগরতলা শহরে নয়, রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস মহকুমা শাসক অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে।রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়।