নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বুস্টার ডোজ প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ টিকা প্রাপকদের বুস্টার ডোজ দেওয়ার জন্য আমি কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি। করোনাভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রন’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেজরিওয়াল। কেজরিওয়ালের কথায়, বিগত কিছুদিন ধরে সংক্ৰমণ বৃদ্ধির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে দিল্লির সমস্ত করোনা-আক্রান্ত রোগীর নমুনা ওমিক্রনের জন্য জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হবে। কেজরিওয়াল এদিন আরও জানিয়েছেন, হোম আইসোলেশন প্রোগ্রাম জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর একটি পর্যালোচনা বৈঠক করা হবে।
উল্লেখ্য, রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে সোমবার আরও ৬ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ, নতুন করে ৬ জন ওমিক্রনে সংক্রমিত হওয়ার পর রাজধানীতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮। স্বস্তির বিষয় হল, ওমিক্রনে আক্রান্ত ২৮ জনের মধ্যে ১২ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। বাকি ১৬ জনের কেউ গুরুতর অসুস্থ নন, সকলেই স্থিতিশীল রয়েছেন। তাঁদের এই মুহূর্তে চিকিৎসা চলছে।