ফের ত্রিপুরা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : ফের ত্রিপুরা সফরে আসছেন তৃনমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ২ জানুয়ারী দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন। ত্রিপুরার আইন-শৃঙ্খলা নিয়ে প্রতিবাদ এবং আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাড়ানোর লক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়ে ত্রিপুরায় আসছেন বলে আজ জানিয়েছেন তৃনমূলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ ১৫ দফা দাবিতে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ দিয়েছেন তিনি।


প্রসঙ্গত, ত্রিপুরায় তৃনমূলের রাজ্য স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ব্যানার্জি এবং অন্যান্য দলের নেতারা আইন ও শৃঙ্খলা, স্বাস্থ্য এবং শিক্ষার মতো রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে প্রতিবাদ জানিয়ে আজ আগরতলায় একটি রেলি সংগঠিত করেছেন৷ তৃনমূলের এক প্রতিনিধি দল ১৫ দফা দাবি নিয়ে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। এদিকে, আগামী ৫ জানুয়ারী তৃনমূল কংগ্রেস ত্রিপুরায় রাজভবন অভিযান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।


এদিন তৃনমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরা জুড়ে সাম্প্রতিক কয়েক দিনে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে তা মানুষ দেখেছে। তাই, আমরা ১৫টি দাবি জানিয়ে এসডিএম-দের কাছে ডেপুটেশন জমা দিয়েছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলি পর্যালোচনা করতে ত্রিপুরা সফর করবেন। তিনি বলেন, আগামী ২ জানুয়ারী দুই দিনের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসছেন।


এদিকে, ত্রিপুরায় তৃনমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় আইন-শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে এবং আমরা ডেপুটেশনে উল্লিখিত সমস্যাগুলি সমাধানের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *