নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স) : আজ ১৯ ডিসেম্বর, গোয়া মুক্তি দিবস। এই উপলক্ষে এদিন গোয়া মুক্তি দিবসে গোয়াবাসীকে অভিনন্দন জানালেন অভিনন্দন জানালেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি এদিনে তিনি গোয়ার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
রবিবার সকালে তিনি টুইটবার্তায় গোয়ার এই বিশেষ দিনে গোয়ার স্বাধীনতা সংগ্রামী প্রতি শ্রদ্ধা এবং গোয়ার ভাই-বোনদের শুভেচ্ছা জানান। আবার এদিনই গোয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা ৩ টায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে গোয়া মুক্তি দিবস উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷ অনুষ্ঠানে তিনি ‘অপারেশন বিজয়’-এর স্বাধীনতা সংগ্রামী ও প্রবীণ সৈনিকদের সংবর্ধনা দেবেন। প্রসঙ্গত ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর সাড়ে চারশ বছরের পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে এদিন গোয়া স্বাধীনতার স্বাদ পায়। তাই প্রতিবছর এইদিনটিকে তারা গোয়া মুক্তি দিবস হিসাবে পালন করে থাকে।