নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে যাত্রীবোঝাই অটোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কন্টেনার ট্রাক। কন্টেনার ট্রাক উল্টে মৃত্যু হয়েছে অটোর চালক-সহ ৪ জন যাত্রীর। শনিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের কাছে। দুর্ঘটনার পরই পালিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত কন্টেনার ট্রাকের চালক।
পুলিশ সূত্রের খবর, সকাল তখন ৬.৩০ মিনিট হবে, একটি কন্টেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অটোর উপর। ওই সময় অটোর ভিতরে ৩ জন যাত্রী ও চালক ছিলেন। কন্টেনার ট্রাকের ভারে অটোটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্ত কন্টেনার ট্রাকের চালকের খোঁজ করছে পুলিশ। কন্টেনার ট্রাকটিকে আটক করা হয়েছে।

