Covid19: দৈনিক আক্রান্ত বেড়ে ১.৬৩-লক্ষাধিক, আমেরিকায় ফের ছড়াচ্ছে করোনা সংক্রমণ

ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর (হি.স.): আমেরিকায় ফের জটিল হয়ে উঠছে করোনা-পরিস্থিতি। নতুন করে মার্কিন মুলুকে শক্তি বাড়াচ্ছে কোভিড-১৯। আমেরিকার বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ৭০৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,৬৫৩ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৫১,৬১০,২৮১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ।

আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় ১,৬৫৩ জনের মৃত্যুর পর মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ২৬ হাজার ৭১৯ জনের। করোনার বাড়বাড়ন্তের মধ্যে সুস্থতাই একটু স্বস্তি দিচ্ছে আমেরিকায়, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪০,৪৭৪,৩৪৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০,৩০৯,২১৬ জন। এদিকে, আমেরিকায় নতুন করে করোনার বাড়বাড়ন্তের জন্য জাতীয় ফুটবল লীগ তিন সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।