নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ভারতে বিপ্লব নয়, বিবর্তনের প্রয়োজন। তাই বিবর্তনের উপরই বিশ্বাস রাখতে হবে। শুক্রবার সর্বভারতীয় মেয়র সম্মেলনে এই বার্তায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের যা কিছু আছে তা আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং প্রযুক্তিগত উন্নতির দিকে অগ্রসর হতে হবে।” শুক্রবার সর্বভারতীয় মেয়র সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর মেয়র সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। বারাণসীতে আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মেয়ররাও এই সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনের থিম-নিউ আরবান ইন্ডিয়া।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “সমস্ত মেয়ররা নিজেদের কার্যকালে সমাজে বড় ধরনের অবদান রাখতে চান, আমি নিশ্চিত আপনারা সবাই সেই লক্ষ্যে কাজ করছেন। কাশীতে আয়োজিত মেয়র সম্মেলনের অনেক সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের দেশের বেশিরভাগ শহরই ঐতিহ্যবাহী শহর, ঐতিহ্যগতভাবে গড়ে উঠেছে। আধুনিকীকরণের এই যুগে এই সমস্ত শহরের প্রাচীনত্বও সমান গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই বিবর্তনের উপর বিশ্বাস রাখতে হবে, ভারতে বিপ্লব নয়, বিবর্তনের প্রয়োজন। আমাদের যা কিছু আছে তা আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং প্রযুক্তিগত উন্নতির দিকে অগ্রসর হতে হবে।”
সর্বভারতীয় মেয়র সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “প্রতি বছর নিজ নিজ শহরে আমাদের ৭ দিন নদী উৎসব পালন করা উচিত। এক্ষেত্রে সমগ্র শহরকে যুক্ত করুন। এই উৎসবে নদীর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে, বিশেষত্বের দিকে গুরুত্ব দিতে হবে। কাশীর গঙ্গা ঘাটে সমগ্র বিশ্বের পর্যটকরা আসেন। কাশীর অর্থব্যবস্থায় মা গঙ্গার বিরাট অবদান রয়েছে। আমাদের সকলকে আমাদের শহরের নদীর প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিতে হবে। আমাদের শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হোক, এটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। জনগণের অংশগ্রহণের মাধ্যমে শহরের উন্নয়ন করতে হবে। জনগণের অংশগ্রহণের ওপর জোর দিতে হবে।”

