মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স) : ক্রমশ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭৭ জন এবং মারা গিয়েছেন ১৯ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৬৪৯৫২৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলে সুস্থ হয়েছেন। যা পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার ৯৭.৭২ শতাংশ। যদিও গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রণে আক্রান্ত কেউ হননি। তবে রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ৩২ জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, এখনও পর্যন্ত ৭৭৩৭১ জন করোনা ভাইরাস আক্রান্তের কারণে হোম কোরেন্টাইন আছেন এবং ৮৩৯ জন বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোরেন্টাইন রয়েছেন।
2021-12-17

