নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ ডিসেম্বর৷৷ গোপন সংবাদের ভিতিতে ধর্মনগর বন দপ্তরের কর্মীরা বিপুল পরিমানের সেগুন কাঠ উদ্বার করতে সক্ষম হয়৷বুধবার দুপুরে গোপন খবর আসে চুরাইবাড়ি ফরেষ্ট বিট এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের জনৈক আব্দুল রব এর বাড়িতে প্রচুর পরিমানে চোরাই কাঠ মজুত রয়েছে৷ সেই সংবাদের ভিতিতে ধর্মনগরের এসডিএফও অক্ষয় কুমার বরদি, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার শৈলেন মালাকার,চুরাইবাড়ি ফরেষ্ট বিটের বিট অফিসার গৌতম দাসের নেত্বতে বন দপ্তরের কর্মীরা ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের আব্দুল রব এর বাড়িতে তল্লাশি চালায়৷ তাছাড়া উক্ত অভিযানে চুরাইবাড়ি থানার পুলিশ ও টি এস আর বাহীনি মোতায়ন ছিল৷
বন দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযানে প্রায় চারশো ফুট সেগুন কাঠ উদ্বার করে এবং সেই সাথে একটি মিনি শ্রমিল উদ্ধার হয়৷জানা গেছে, অভিযুক্ত বাড়ি মালিক তার বাড়িতে কেবিনেট তৈরি করে প্রতিদিন এক থেকে দুই গাড়ি কাট উত্তর জেলা সহ অসমে পাচার করতো৷তবে বন দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযান টের পেয়ে চোরাই কাঠ পাচারকারী বাড়ি থেকে পালিয়ে যায়৷ বন দপ্তরের কর্মীরা এই ব্যাক্তির বিরুদ্ধে বন আইন অনুযায়ী একটি মামলা দায়ের করেছে৷ বর্তমানে উদ্ধারকৃত বিপুল সেগুন কাটগুলি চুরাইবাড়ি ফরেষ্ট বিটের হেফাজতে রয়েছে৷প্রসঙ্গত উল্লেখ্য ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রত্যান্ত গ্রাম গুলিতে কাঠ পাচারকারীরা রির্জাভ ফরেষ্টের দামি দামি গাছ যেমন পাচার করে যাচ্ছে,তেমনি চুরাইবাড়ি সহ আশপাশ এলাকাতে বেশ কয়েক জন অসাধু ব্যাবসায়ী বনের কাঠ কেটে এনে অবৈদ ভাবে ক্যাবিনেট এর ব্যাবসা করে যাচ্ছে৷ দাবি উঠছে অতিসত্বর ব্যবস্থা গ্রহনের৷

