নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): শুক্রবার সর্বভারতীয় মেয়র সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর মেয়র সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখবেন প্রধানমন্ত্রী। বারাণসীতে আয়োজিত হচ্ছে মেয়র সম্মেলন, ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যের মেয়ররা এই সম্মেলনে অংশ নেবেন। এই সম্মেলনের থিম-নিউ আরবান ইন্ডিয়া।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশের শহুরে এলাকায় বসবাসের সুবিধা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নিরন্তর প্রচেষ্টারত। এই লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের সূচনা করেছে ভারত সরকার। নগরন্নোয়নের ক্ষেত্রে ভারত সরকার এবং উত্তর প্রদেশ সরকারের মূল অর্জনগুলি প্রদর্শনের জন্য ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত একটি প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।