Crime: যুবকের এলোপাথারী হামলায় আহত দুই

তেলিয়ামুড়া, ১৩ ডিসেম্বর : কাঁকড়া ছড়া এলাকায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এক গাড়ি চালকসহ দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরে আসার পথে বাবুল দেববর্মা নামে এক যুবকের এলোপাথারী মারে দুইজন গুরুতর আহত করা হয়েছে। আহত উপজাতি যুবকসহ গাড়ী চালকও। ঘটনা কাঁকড়া ছড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় রবিরার রাতে মুংগিয়াকামি থানাধীন গোবিন্দ সর্দার পাড়া থেকে কাঁকড়া ছড়া এলাকায় বিয়ে বাড়িতে যায় হাকেম দেববর্মা ও তার পরিবার। বিবাহ অনুষ্ঠান সেরে বাড়িতে ফেরার পথে আচমকা এক উপজাতি যুবক তাদের উপর হামলা করে বলে অভিযোগ। তাতে হাকেম দেববর্মা ও তার ভাড়া করা মেক্স গাড়ির ড্রাইভার আহত হন। রাতেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাদের মধ্যে হাকেমের মাথায় প্রচন্ড আগাত লেগেছে।  

ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আক্রান্তরা। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।