Narendra Modi: বারাণসীর গঙ্গায় পুণ্যস্নান প্রধানমন্ত্রীর, পুজো দিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে

বারাণসী, ১৩ ডিসেম্বর (হি.স.): কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসী সফরের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে সোমবার সকালেই বারাণসীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যান কালভৈরব মন্দিরে। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালভৈরব মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। আরতিও করেন মোদী।

বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকেই পর পর দু’বার সাংসদ নির্বাচিত হয়েছেন মোদী। কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনের জন্যই সোমবার বারাণসীতে আসা প্রধানমন্ত্রীর। তাঁকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস এদিন নজর কেড়েছে। রাস্তার ধারেই জড়ো হয়ে মোদীকে সোমবার অভিবাদন জানিয়েছেন বারাণসীর জনগণ। কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর গঙ্গাভ্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

গঙ্গাভ্রমণের পর বারাণসীর গঙ্গায় পুণ্যস্নান করেন মোদী। তার পর গঙ্গায় পুজো দেন। তার পরই তিনি যান কাশী বিশ্বনাথ মন্দিরে। সেখানে ভগবান শিবের পুজো করেছেন প্রধানমন্ত্রী। মোদীর উপস্থিতিতে মন্ত্রোচ্চারণ করেছেন পুরোহিতরা। পুজোর সঙ্গে আরতিও করেছেন প্রধানমন্ত্রী।

কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গাতীরে যাওয়ার পথ এবং সেখানে থাকা মন্দিরগুলি সংস্কার করে সাজিয়ে তোলা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে কাশী বিশ্বনাথ করিডর। সেই প্রকল্পের উদ্বোধন সোমবার করেছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় গঙ্গার তীরে আরতি দেখতেও প্রধানমন্ত্রী যাবেন। কাশী বিশ্বনাথ করিডর প্রকল্প নিয়ে স্বপ্নের কথা এর আগে একাধিকবার উঠে এসেছিল প্রধানমন্ত্রীর কথায়। বারণসীর কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার তীরে সহজে যাতে পৌঁছনোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই করিডর।