Fire in Tripura: বিধ্বংসী অগ্নিকান্ডে চাকুরিচ্যুত শিক্ষকের বসতঘর পুড়ে ছাই

সোনামুড়া, ১৩ ডিসেম্বর : সোনামুড়া আড়ালিয়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে চাকরিচ্যুত এক শিক্ষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সোনামুড়া থানাধীন আড়ালিয়া এক নং ওয়ার্ডে।

জানা গেছে, রবিবার মধ্য রাত ৩ টা  নাগাদ চাকুরিচ্যুত ১০৩২৩-র শিক্ষক আনিস মিয়ার ব্যক্তি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দেখার পর অগ্নিনির্বাপক  দপ্তরকে খবর দেন এলাকাবাসী। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি আসতে দেরি হওয়ায় ১০৩২৩ এর শিক্ষক আনিস মিয়ার বসত ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই গেছে। রক্ষা করতে পারে নি জরুরি কাজপত্র সহ আসবাবপত্রও। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লক্ষ টাকা বলে দাবি আনিস মিয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার অবস্থা বেহাল থাকার দরুন সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছতে পারেনি অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি। এলাকার রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে।