বিকানের, ১১ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের বিকানের জেলায় যাত্রীবোঝাই জীপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। দুর্ঘটনায় ৮ জন আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। শুক্রবার রাতে বিকানের থেকে লুঙ্কারানসার অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই জীপটি, হানসেরা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে জীপের সংঘর্ষ হয়।
জোরালো সংঘর্ষের জেরে জীপটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় নিহতদের নাম-বলদেব সিং, উদয়রাম এবং ঘনশ্যাম। প্রত্যেকের বাড়ি হানসেরা গ্রামে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

