হরিদ্বার, ১১ ডিসেম্বর (হি.স) : চপার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত ও স্ত্রী মাধুলিকা রাওয়াতের অস্থি বিসর্জন দেওয়া হল হরিদ্বারের গঙ্গায়। শনিবার দুপুরে প্রয়াত সিডিএসের দুই মেয়ে কৃত্তিকা ও তরিনী রাওয়াত দিল্লিতে বাবা-মায়ের অস্থি আলাদা আলাদা করে গঙ্গায় বিসর্জন দিয়েছেন। এদিন অস্থি বিসর্জনের পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বিপিন রাওয়াতের দুই মেয়ের সঙ্গে দেখা করেন। তবে তাদের কথাবার্তার বিষয়ে কোনপক্ষই সাংবাদিকদের কথা বলেন নি।
গত বুধবার তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় সস্ত্রীক ভারতের প্রতিরক্ষা প্রধানসহ মোট ১৩ জনের মৃত্যু হয়। শুক্রবার দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পন্ন করা হয়। এদিন সকালে দুই মেয়ে দিল্লির মহাশ্মশান থেকে অস্থি সংগ্রহ করে তারা হরিদ্বারে আসেন এবং এখানকার গঙ্গায় অস্থি বির্সজন দেন।