নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগ করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পরিমল দেববর্মা৷ বিধায়ক পরিমলদা বোমাসহ ৭ জন বিধায়ক শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন গুজরাটে৷ শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তিনি ফেসবুকে পোস্ট করেন৷ তাতে রীতিমতো বিতর্কে জ্বর বইতে শুরু করেছে৷ বিজেপি শাসিত গুজরাতে আরেক বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ৭ বিধায়ককে উপযুক্ত মর্যাদা না দেওয়ার অভিযোগ তুলেছেন বিধায়ক পরিমল দেববর্মা৷ তিনি ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন৷
বিজেপি শাসিত গুজরাতে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অব্যবস্থার অভিযোগে সরব ত্রিপুরার বিজেপি বিধায়ক ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের সাফাই, প্রোটোকল অফিসারের সঙ্গে কমিউনিকেশন গ্যাপের কারণে সমস্যা হয়েছিল৷ যোগাযোগ করার পর তা মিটে গিয়েছে৷ আমবাসার বিধায়ক লিখেছেন, আমরা ত্রিপুরা বিধানসভার এস্টিমেট কমিটির সদস্যরা গুজরাতে এসেছি৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক, বলতে খারাপ লাগছে, আমদাবাদ পৌঁছনোর পর রাত্রিবাসের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাতে থাকার মতো কোনও ভাল ব্যবস্থা বা খাবার নেই৷ আমবাসার বিজেপি বিধায়কের অভিযোগ, গুজরাত সরকারের তরফে ত্রিপুরার জনপ্রতিনিধিদের জন্য সার্কিট হাউসে যে রাত্রিবাসের ব্যবস্থা করা হয়, তা মোটেও ভাল ছিল না৷ বিধায়ক পরিমল দেববর্মা জানিয়েছেন, পৌঁছনোর পর থেকেই চূড়ান্ত অব্যবস্থা৷ থাকার ভাল জায়গা নেই৷ রাতে খাবার বাইরে থেকে আনাতে হয়েছে৷ ঘটনা সামনে আসতেই আক্রমণ শানাতে শুরু করেন বিরোধীরা৷ গুজরাত সরকারের অতিথি আপ্যায়নের ধরন নিয়ে ত্রিপুরার বিজেপি বিধায়ক সরব হতেই পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল৷সিপিএমের দাবি, প্রধানমন্ত্রীর রাজ্যে মর্যাদাহানির শিকার হয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়করা৷ বিশালগড়ের সিপিএম বিধায়ক ভানুলাল সাহার কথায়, একই দল পরিচালিত সরকার দুই রাজ্যে৷ আমাদের ছোট রাজ্য ঠিকই৷ কিন্তু বিধায়কদের মর্যাদা তো একই হওয়ার কথা৷ আমাদের রাজ্যের বিধায়কদের সঙ্গে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক৷