দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ল মৃতের সংখ্যাও

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : ফের দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। বাড়ল করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাড়িয়ে খানিকটা বেড়েছে মৃতের সংখ্যাও।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এরমধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্তের সংখ্যা ৫,০৩৮ জন। মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯৩ জন। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১৫৯ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ জন। উদ্বেগ বাড়িয়ে এদিন বেড়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৪ হাজার ৭৪২ জন। তবে, ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত মহারাষ্ট্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তাঁকে এখনও ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। অপরদিকে কেরলের কেয়ার হাসপাতালের অধ্যক্ষ পদ্মাভ সেনয় দাবি করেছেন, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব অতটা পড়বে না। যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ইউরোপীয় দেশগুলিতে। কারণ ভারতের সিংহভাগ মানুষই একবার করোনায় আক্রান্ত হয়েছেন, না হয় করোনার টিকা নিয়েছেন। বর্তমানে ভারতে সুস্থতার হারও খুব সন্তোষজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৫১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩০ কোটি ৩৯ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৮০ লক্ষের বেশি।