নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.) : তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় ঘটা এমআই-১৭ চপার দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দিলেন তিনি। একইসঙ্গে, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ নিহতদের সম্মানে বৃহস্পতিবার সংসদে সমস্ত বিক্ষোভ কর্মসূচী স্থগিত করার কথা ঘোষণা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
এদিন সংসদে রাজনাথ সিং বলেন, “চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনা হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।” একইসঙ্গে সংসদে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। এদিকে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া গিয়েছে । তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তে কুন্নুড় জেলাতে উদ্ধার হয় ব্ল্যাকবক্স। বিশেষজ্ঞদের বক্তব্য এই উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সের ডেটা পরীক্ষা করেই জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ।