নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স) : বৃহস্পতিবার সকালে দিল্লির রোহিণী আদালতে বিস্ফোরণের আতঙ্ক। তবে সেই বিস্ফোরণ ঘটে একটি ল্যাপটপ ফেটেই। দিল্লির অগ্নিনির্বাপণ বিভাগ এই তথ্য জানিয়েছে। বিস্ফোরণের তীব্র শব্দ এবং আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পরে জানা যায়, আদালত চত্বরে একটি ল্যাপটপ ফেটেই সম্ভবত ওই বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক তদন্ত রিপোর্টে এ কথা জানা গিয়েছে। যদিও দমকল বিভাগ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছু।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে ওই বিস্ফোরণ ঘটে। আদালতের দৈনন্দিন কাজ শুরু হয়ে গিয়েছিল সেই সময়। আচমকা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। মাঝ পথে বন্ধ হয়ে যায় শুনানি। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের সাতটি ইঞ্জিন।
এর আগে দিল্লির রোহিণী আদালতে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাংস্টারদের দু’পক্ষের গুলি বিনিময়ে আদালত চত্বরেই নিহত হয়েছিলেন এক গ্যাংস্টার ও তাঁর সঙ্গী। বৃহস্পতিবারের ঘটনায় তাই দ্রুত সতর্ক হয় পুলিশ।