নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ ডিসেম্বর৷৷ সোমবার বিশালগড় ব্লকের অন্তর্গত পুরাথল রাজনগর এলাকার গৃহবধূ প্রিয়াঙ্কা সরকার বয়স আনুমানিক (২৫)৷ স্বামী রাকেশ দত্ত৷ বাড়ি বিশালগড় রঘুনাথপুর এলাকায়৷
দীর্ঘদিন যাবৎ স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে মারধোর এবং বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেবার জন্য জ্বালা যন্ত্রণা প্রতিনিয়ত করে থাকতো৷ প্রিয়াঙ্কা সরকার সেই পাষণ্ড স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে অবশেষে বাপের বাড়িতে চলে যায় পুরাতল রাজনগর এলাকায়৷ দীর্ঘদিন সেখানে থাকতো প্রিয়াঙ্কা সরকার৷ গতকাল রাত ৯টা নাগাদ প্রিয়াঙ্কা সরকার নিজ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ পরবর্তী সময়ে বাড়িঘরে লোকজন দেখতে পায় গায়ে আগুন জ্বলছে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের৷ তারা ছুটে গিয়ে আহত প্রিয়াঙ্কা সরকার কে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিপি হাসপাতালে রেফার করে৷ মঙ্গলবার সকালে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রিয়াঙ্কা সরকার মৃত্যুর কোলে ঢলে পড়ে৷

