দুর্ঘটনার কবলে সেনা কপ্টার, সস্ত্রীক বিপিন রাওয়ত ছাড়া ছিলেন আরও ৭ জন, ৪ জনের মৃত্যুর আশঙ্কা

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স) : তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার কবলে পড়ল সেনার হেলিকপ্টার। জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়ত ছাড়াও আরও সাত জন ছিলেন। ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকা রাওয়তও। এছাড়াও বেশ কয়েকজন পদস্থ সেনা কর্তা ছিলেন। ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল হেলিকপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তাঁদের দ্রুত ওয়েলিংটন ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকালে দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেনা সূত্রের আরও খবর, তিন জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে জানানো হয়েছে, চার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সেনার তরফে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। দুর্ঘটনার পরই সেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্ন উঠছে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়েও। দুর্গম পরিবেশের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *