Comprehensive : রাজ্যে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ চলছে : রাজস্ব মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ রাজ্যে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর (সিভিল ডিফেন্স) সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ চলছে৷ আর রাজ্যের জনগণ এর সুুবিধা পেতে শুরু করেছে৷ ৫৯তম অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবসে আজ প্রধান অতিথির ভাষণে রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা কথাগুলি বলেন৷ আগরতলার মনোর’ন ম’তি মাঠে রাজ্যভিত্তিক ৫৯তম অসামরিক, প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস ২০২১ উদযাপিত হয়৷


অনুষ্ঠানে রাজস্ব মন্ত্রী বলেন, ত্রিপুরা বিশেষ করে উত্তর-পূর্বা’ল ভৌগলিকভাবে প্রাক’তিক দুর্যোগের একটি বিশেষ চিহ্ণিত অ’ল৷ ১৮৯৭ এবং ১৯৫০ সালের ঘটে যাওয়া প্রলয়কারী ভূমিকম্প, ১৯৫৬ সালের ভয়াবহ বন্যায় ত্রিপুরায় ব্যাপক ক্ষতি হয়৷ তিনি বলেন, রাজ্যে কেন্দ্রীয় সরকারের সাহায্যে দুর্যোগ মোকাবেলায় অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে৷ বিপর্যয় মোকাবিলায় ত্রিপুরা পরিপূর্ণতা পাচ্ছে৷ অত্যাধুনিক সর’াম দেওয়া হচ্ছে৷ দুর্যোগ মোকাবিলার জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রততার সঙ্গে এগিয়ে চলছে৷ বিগত দিনে সিভিল ডিফেন্স বাহিনীর কাজ আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল৷ রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ২৭ জলাই থেকে রাজ্যের প্রতিটি জেলাতে অসামরিক বাহিনী পুরোদমে কাজ করতে শুরু করেছে৷ প্রতিটি জেলাতে ৫০ জন করে প্রশিক্ষিত অসামরিক কর্মী নিযুক্ত রয়েছে৷ কর্মীদের সংখ্যা বাড়িয়ে স্বয়ংসম্পর্ণতার দিকে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য৷ শহরের প্রতিটি ওয়ার্ডে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ওয়ার্ডেন এবং প্রতিটি ভিলেজ ও প’ায়েতে আপদা মিত্র নিয়োগ করা হবে বলে তিনি জানান৷ তিনি বলেন, রাজ্যজড়ে অসামরিক বাহিনীর সার্বিক নেটওয়ার্ক গড়ার কাজ করছে সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উৎসাহে বিপর্যয় মোকাবিলায় নানা প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া যাচ্ছে৷


রাজস্ব মন্ত্রী বলেন, সম্পতি অনেক বেশি ঘুর্ণিরঝড়ের প্রকোপ দেখা যাচ্ছে৷ রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় আন্তরিক বলেই দ্রততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ দুর্গতদের মধ্যে ত্রাণ তুলে দেওয়া যাচ্ছে এবং বিপর্যয়ের ১ সপ্তাহের মধ্যে বিপর্যয় মোকাবিলার ক্ষতিপূরণ জনগণ পাচ্ছেন৷ তিনি বলেন, সিভিল ডিফেন্স এবং হোমগার্ড সদস্যরা সম্পতি করোনা পরিস্থিতিতে রাতদিন কাজ করে দুর্গতদের সহায়তা করেছেন বলে সরকার তাদের সম্মান জানানোর ব্যবস্থা করেছে৷ তিনি রাজ্যের জনগণকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান৷
অনুষ্ঠানের শুরুতে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা সশ’ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব৷ ৫৯তম অসামরিক, প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি, ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ করেন রাজস্ব সচিব তনুশ্রী দেববর্মা৷ দুর্যোগ প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে ৩ জনকে প্রেসিডেন্টস ফায়ার সার্ভিস মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস প্রজাতন্ত্র দিবস ২০২০ পুরস্কার, ২ জনকে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, ১ জনকে রক্তদানে, ১ জনকে অসামরিক প্রতিরক্ষা বাহিনীর নিষ্ঠাবান কর্মী হিসাবে পুরস্ক’ত করা হয়৷ অনুষ্ঠানে বিপর্যয় মোকাবিলা সামগ্রী প্রদর্শনীর ও অত্যাধুনিক ফায়ার বলকে অগি নির্বাপক দপ্তরে অন্তর্ভুক্তি করেন অগি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল৷ অনুষ্ঠান শেষে ভূমিকম্প এবং অগিকাণ্ডের উপর মহড়া প্রদর্শন করা হয়৷