নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। ধলাই জেলার জেলা শিক্ষা অধিকর্তার কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন সমগ্র শিক্ষা এমপ্লয়িজ’ অ্যাসোসিয়েশন এর গন্ডাছড়া মহাকুমা কমিটির কর্মকর্তারা। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ ‘ অ্যাসোসিয়েশন গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে ধলাই জেলার শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন এস এস এ টিচার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক অনজিত দেববর্মা। তিন দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবী হল পয়লা সেপ্টেম্বর 2019 থেকে এক হাজার টাকা ভাতা টিচার ইনচার্জ এর দায়িত্বে থাকা শিক্ষকদের প্রদান করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ধলাইয়ের শিক্ষকরা সেই টাকা পাইনি। সমস্ত শিক্ষকদের সেই টাকা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে। তিন দফা দাবি নিয়ে ধলাই জেলার শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ এর সাথে মিলিত হয় শিক্ষকরা। দাবি মিটিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

