মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.): দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৩৭২ রানে জয়ী হয়েছেন কোহলিরা। চতুর্থ দিনের খেলা শুরু হতেই ভারতীয় বোলারদের দাপটে যথেষ্ট চাপে ছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর এক ঘন্টা যেতে না যেতেই ৩৭২ রানে কিউয়িদের গুটিয়ে দেয় বিরাট-বাহিনী। ৩৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে সিরিজও জিতল ভারত।
চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলি। দুরন্ত বল করেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউয়ি ব্যাটসম্যানরা। দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন অশ্বিন। মুম্বইয়ে রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলিরা।
2021-12-06

