Mansukh Mandvya: দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার কাজ চলছে : মনসুখ মান্ডব্য

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): দেশের দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার কাজ চলছে। শুক্রবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। একইসঙ্গে তিনি জানিয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামোকে উপেক্ষা করে এমন পূর্বতন সরকারকে দোষারোপ করার পরিবর্তে, মোদী সরকার ফলাফলের জন্য কাজ করেছে। বিগত ২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া সিদ্ধান্ত এটাই ব্যক্ত করে যে, এই সরকার ক্ষমতা নয় ইচ্ছাশক্তি নিয়ে কাজ করে।”

করোনা-অতিমারী নিয়েও এদিন লোকসভায় বক্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেছেন, “ভারতে ৩.৪৬ কোটি করোনা সংক্ৰমণ রিপোর্ট করা হয়েছে এবং ৪.৬ লক্ষ মানুষ মারা গিয়েছেন-এটি মোট সংক্রমণের ১.৩৬ শতাংশ। ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ২৫ হাজার সংক্ৰমণ এবং ৩৪০ জনের মৃত্যু রিপোর্ট করা হয়েছে – যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন।”