নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ খোয়াইয়ে ছড়ার জলে জাতীয় সড়ক নির্মাণ সংসার পাচকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷বৃহস্পতিবার সকালে খোয়াই থানাধীন লালটিলার মিটনাছড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম লক্ষণ সাহানি৷ ঘটনাস্থলের অদূরেই জাতীয় সড়কের নির্মাণকারী সংসার শ্রমিকদের অসায়ী আসানা রয়েছে৷এখান থেকেই শ্রমিকেরা সড়কের নির্মাণকাজ করে থাকেন৷
জাতীয় সড়কের নির্মাণকাজের বরাতপ্রাপ্ত সংসার পাচক লক্ষণ সাহানীকে গতকাল রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর৷ রাতে আচমকাই শ্রমিকদের অসায়ী আস্তানা থেকে উধাও হয়ে যায় লোকটি৷ আশেপাশে খোঁজখবর করেও তার সন্ধান মিলেনি৷
বৃহস্পতিবার সকালে অসায়ী ক্যাম্প থেকে বেরিয়ে শ্রমিকেরা আবার নিখোঁজ পাচকের খোঁজ খবর নিতে শুরু করলে মিটনাছড়ার জলে লক্ষণ সাহানী(৬৫)র মৃতদেহ দেখতে পাওয়া যায়৷ পুলিশকে খবর দিলে তারা এসে ছড়ার জল থেকে মৃতদেহটি তুলে জেলা হাসপাতালের মর্গে এনে রাখে৷
মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে৷মৃত ব্যাক্তির বাড়ী বিহারের মুজাফফরপুর জেলায় বলে জানা গেছে৷মৃতদেহে কোনরকম আঘাতের চিহ্ণ নেই বলে পুলিশ জানায়৷ বুধবার সাতসকালে কুমারঘাট থানার সুকান্ত নগরের কে এন রোড এলাকার জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বৃহষ্পতিবার ভোরের আলো ফুটতেই কুমারঘাট থানাধীন সুকান্তনগরের কেএন রোড এলাকার একটি জঙ্গলের একটি গাছে গলায় ফাঁস জড়ানো এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা৷ সাথে সাথেই ঘটনাটি জানানো হয় স্থানীয় থানায়৷ ছুটে যায় পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম নরোত্তম মালাকার৷তার বাড়ি করমছড়া এলাকায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে৷ পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে দেহে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি৷ সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে৷ নিজ বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে যুবকের দেহ উদ্ধার হয়েছে৷ মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় পুলিশও৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

