কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : কলকাতার পুরভোটের প্রার্থীদের প্রচার সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কলকাতা পুলিশের সুপারিশ মেনেই এই নির্দেশিকা জারি হয়েছে।
ছ’দফায় নির্দেশিকায় বলা হয়েছে :- একটি রাজনৈতিক দল একটি থানা এলাকায় তিনটির বেশি সভা করতে পারবে না
দু’টি সভার মধ্যে ৩০০ মিটারের দূরত্ব রাখতে হবে। মাইকের ব্যবহার উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী হবে।
মিটিংয়ের অনুমতি পেতে হলে থানায় দু’প্রস্থ আবেদন করতে হবে।৬. প্রচার কর্মসূচির ন্যূনতম তিন দিন আগে অনুমতি নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন জানিয়েছিল, প্রার্থীদের প্রচারের সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৯টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এমনিতেই অন্যান্য বার ভোটের তুলনায় এ বার প্রচারের পারদ অনেকটাই কম শহর জুড়ে।

